laravel 5.5 নিয়ে কথা হবে যারা নতুন তাদের জন্য

ল্যারাভেল এর বেসিক কিছু জেনে নিই।


লারাভেল একটি ওপেন সোর্স পিএইচপি ফ্রেমওয়ার্ক। ২০১১ সালে টেইলর অটওয়েল প্রথম লারাভেল ডেভেলপ করেন। এটি এখন শুধু টেইলর-এর প্রডাক্ট নয়, এটি এখন এক বিশাল প্রোগ্রামার কমিউনিটির প্রডাক্ট। সাধারণ ব্লগ, কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইকমার্স সাইট, বড় ধরনের বিজনেস এপ্লিকেশন, সামাজিক ওয়েবসাইট কিংবা মোবাইল এপ্লিকেশনের জন্য JSON নির্ভর এপ্লিকেশন সহ সব কিছুই লারাভেল ব্যবহার করে সাচ্ছন্দের সাথে ডেভেলপ করা সম্ভব।

লারাভেল একটি পুর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক। এর গঠন বা syntax খুবই সহজ ও পরিষ্কার। ক্লাস ও ফাংশন গুলো সুন্দর সাজানো গোছানো। কখনও আপনি ডকুমেন্টেশন দেখে অনুমান করে নিতে পারবেন পরবর্তি ফাংশন কী হবে। নিজের সক্রিয়তা বজায় রেখে নতুন সূত্র বা পদ্ধতি সংযোগ করার ব্যবস্থাতো থাকছেই। লারাভেল আপনাকে অনেক স্বাধীনতা দিচ্ছে। লারাভেলের ভার্সন আপগ্রেড বা আপনার লেখা কোডের ভার্সন আলাদা ভাবে রাখতে পারছেন।

ওপেন সোর্স

এই বইটি মূলত স্বেচ্ছাশ্রমে লেখা এবং বইটি সম্পূর্ন ওপেন সোর্স । এখানে তাই আপনিও অবদান রাখতে পারেন লেখক হিসেবে । আপনার কন্ট্রিবিউশান গৃহীত হলে অবদানকারীদের তালিকায় আপনার নাম স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে।

এটি মূলত একটি গিটহাব রিপোজিটোরি যেখানে এই বইয়ের আর্টিকেল গুলো মার্কডাউন ফরম্যাটে লেখা হচ্ছে । রিপোজিটরিটি ফর্ক করে পুল রিকুয়েস্ট পাঠানোর মাধ্যমে আপনারাও অবদান রাখতে পারেন । 

Comments

Popular posts from this blog

Can't import database through phpmyadmin file size too large xampp

incompatible hax module version 3 requires minimum version 4 no accelerator found

how to use text box in android studio