Android development series
আমি প্রতি নিয়ত ইন্টারনেট থেকে নতুন কিছু শিখছি। তার পর আমার মত প্রয়োগ করছি আমার বিভিন্ন প্রজেক্ট। আন্ড্রয়েড ব্যবহার করে না বা কোন পরিবারর android OS চালিত ফোন নাই এ কথা বলা মুশকিল। দিন দিন ব্যাবহারকারীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি আমার এই সামান্য জ্ঞান দিয়ে তা আবার এই ব্লগের মাধ্যমে লিখে রাখছি যাহাতে আপনার ও উপকার হয়। আমি ভাল করে গুছাইয়ে লিখতে পারি না। তবে চেষ্টা লরবো যত টা সম্ভব লেখা। আমার অনুরোধ থাকবে আমার কোন লেখায় বুঝতে প্রব্লেম হলে তা ধরিয়ে দেওয়া। আমি অতি আনন্দের সাথে গ্রহন করবো। তাহলে আর বেশি কথা না। আমি খুব দ্রুত নতুন কোন টপিকস নিয়ে আসছি। কোন পরামর্শ থাকলে জানাবেন। Email: amirul.csejust@gmail.com